সুনামগঞ্জ সদর উপজেলায় ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

Sunday, February 2, 2014

আমাদের সিলেট ডটকম:

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন ভাইস চেয়ারম্যান পদে ১০জন (পুরুষ) এবং ৬জন মহিলা প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২ টি উপজেলায় চেয়ামন্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা রিটানিং অফিসারদের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরা হচ্ছেন০ চেয়ারম্যান পদে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনেদ আহমদ, জাপা নেতা রশিদ আহমদ, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর মনিষ কান্তি দে মিন্টু, জেলা বিএনপি’র সহসভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক অসম খালিদ, আওয়ামী লীগ নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ওয়াহিদুর রহমান সুফিয়ান।

ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- তারা হচ্ছেন, শহিদুল­াহ, শামীম রশিদ চৌধুরী, ফেদাউর রহমান, আলমুর রহমান খসরু, রশিদ বখত, মাসুক আহমদ, বদরুল কাদির শিহাব, মমিন মিয়া, শাহ আলম শেরুল, কামাল হোসেন ।

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দা জাহানারা বেগম, ফেরদৌসী সিদ্দিকা, সামিনা চৌধুরী, হেলেনা আক্তার, সামিনা ইয়াছমিন, নিগার সুলতানা কেয়া মনোনয়ন দাখিল করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License