আগৈলঝাড়ায় ৬ ঘণ্টার ব্যবধানে ছাত্রীসহ ৩ জনের অস্বাভাবিক মৃত্যু ॥ দাবি আত্মহত্যার
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে দুই গৃহবধূ ও এক ছাত্রীসহ ৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে পরিবারগুলোর দাবি, ৩টি ঘটনাই আত্মহত্যা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের গফুর মল্লিকের মেয়ে গৌরনদীর গৃহবধূ পপি আক্তার (১৬) বাপের বাড়িতে বেড়াতে এসে পারিবারিক কলহের কারণে শনিবার ১ ফেব্রুয়ারি বিকেলে কীটনাশক পান করে। মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন দুপুরে উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের মৃত মালেক সরদারের মাদ্রাসা পড়ুয়া মেয়ে ফাতেমা-তুজ-জোহরার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী জল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য উপেন সরকারের বিবাহিত কন্যা অর্পি হালদার (২০) স্বামীর সাথে অভিমান করে কীটনাশক পান করে বলে দাবি করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানায় এ ৩টি ঘটনার ব্যাপারে পৃথক পৃথক অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
No comments:
Post a Comment