বাংলাদেশের চুনারুঘাটের নিখোঁজ আব্দুল জলিলের লাশ পড়ে আছে ভারতের ত্রিপুরার মর্গে
চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিখোঁজ আব্দুল জলিলের লাশ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হাসপাতালের মর্গে পড়ে আছে।
মানসিক রোগী আবদুল জলিল (৪০) কয়েক দিন যাবৎ নিখোঁজ ছিলেন। তার বাড়ি চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে। তার বাবার নাম আবদুল আজিজ। বিজিবি-বিএসএফের মধ্যে রবিবার ২ ফেব্রুয়ারি পতাকা বৈঠক শেষে আখাউড়া সীমান্তে দিয়ে আব্দুল জলিলের লাশ হস্তান্তর করার কথা থাকলেও মঙ্গলবার পর্যন্ত লাশ ফেরত পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, জন্মের পর থেকে আব্দুল জলিল মানসিক সমস্যায় ভুগছিলেন। আত্মীয়রা তার অনেক চিকিৎসা করিয়েছেন; কিন্ত ফল মেলেনি।
প্রায় ২০ দিন আগে আব্দুল জলিল বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। তার নিখোঁজের খবরটি স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এক পর্যায়ে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করলে সে দেশের পুলিশ তাকে আটক করে আগরতলা কারাগারে পাঠায়। তবে মানসিক রোগী হিসেবে সনাক্ত হওয়ার পর জেল কর্তৃপক্ষ তাকে ২ দিন আগে ছেড়ে দেয়।
No comments:
Post a Comment