বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত সিলেটের প্রথম বেসরকারী পলিটেকনিক হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আগত ২য় ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় হাওয়াপাড়া ক্যাম্পাস-২ তে অনুষ্ঠিত হয়।
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ ও হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ নেছাওরের সভাপতিত্বে ও সিভিল ডিপার্টমেন্টের শিক্ষক মোঃ ওবায়দুল হকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এফ. টি. সি এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেডওয়ে হেড অব একাডেমিক এফেয়ার্স মোঃ আসাদুল হক আসাদ। ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৩য় পর্বের ছাত্র মোঃ মাশহুদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ নেছাওর বলেন, গতানুগতিক শিক্ষা ব্যবস’ায় সেশনজটের যাতাকলে পিষ্ট আমাদের ছাত্র সমাজকে বেকারত্বের গ্লানি থেকে মুক্তি দিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশ ও বিদেশে প্রচুর চাহিদা সম্পন্ন ডিপার্টমেন্ট সিভিল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, টেলিকমিউনিকেশন ও আর্কিটেকচার কোর্স শিক্ষার্থীদের নিশ্চিত ও উন্নত জীবন গঠনে দূরদর্শী সিদ্ধান- হিসেবেই মূল্যায়িত হবে। ২য় শ্রেণির পদমর্যাদা সম্পন্ন একজন উপ-সহকারী প্রকৌশলী শুধু নিজেই সাবলম্বী হওয়া নয়, সমাজ ও দেশ গঠনে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠাই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বক্তব্যে শিক্ষার গুনগত মান বজায় ও শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেন এবং সমৃদ্ধ জীবন কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিভিল ডিপার্টমেন্টের শিক্ষক হাসান পারভেজ রিয়াদ, এফ.টি.সি এ.সি.সি.এ শিক্ষক সুশান- চৌধুরী, ডিরেক্টর নুরে আল ফয়সল, পাবলিক রিলেশন অফিসার মোঃ শাকিল আনোয়ার চৌধুরী। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ১ম পর্বের মোঃ খুর্শেদ আলম ও মোঃ তামিম হোসেন এবং ৩য় পর্বের মুহিত আল মাহবুব ও আবুল কাশেম। নবীণ বরণে আগত শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Saturday, February 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment