সুনামগঞ্জের দিরাইয়ে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় দিরাইয়ে মোট ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৩৭ জন, ছাত্রী ৭৮৫ জন, মানবিকে ১ হাজার ৩০৫ জন, বিজ্ঞানে ১৭০ জন ও ব্যবসায় ৪৫ জন। উপজেলার ১৯টি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৩৩৮ জন, এরমধ্যে ছাত্র ৬২৪ জন ও ছাত্রী ৭১৬ জন এবং ৮টি দাখিল মাদরাসার পরীক্ষার্থী ১৮২ জন, এরমধ্যে ছাত্র ১১৩ জন ও ছাত্রী ৬৯ জন। উপজেলায় এবার ৩টি কেন্দ্রের ৪টি ভেন্যুতে শুরু হওয়া এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে দিরাই উচ্চ বিদ্যালয়, জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয় ও হাজী মাহমুদ মিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা এবং এসএসসির ভেন্যু হচ্ছে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়। সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার ১৯টি বিদ্যালয়ের মধ্যে দিরাই উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ১৮৪ জন, মানবিকে ১১৮ জন, বিজ্ঞানে ৩৯ ও ব্যবসায় ২৭ জন। রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৬৭ জন, ছাত্র ২৭, ছাত্রী ৪০, মানবিকে ৬৩ জন, বিজ্ঞানে ৪ জন। ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ১৪১ জন, ছাত্র ৬৯, ছাত্রী ৭২, মানবিকে ১১১ জন, বিজ্ঞানে ১৭ জন ও ব্যবসায় ১৩ জন। ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৪০ জন, ছাত্র ১৭, ছাত্রী ২৩, মানবিকে ৩৪ জন, বিজ্ঞানে ৬ জন। রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৯১ জন, ছাত্র ৪৫, ছাত্রী ৪৬, মানবিকে ৮৩ জন, বিজ্ঞানে ৮ জন। দিরাই উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ১৯২ জন, মানবিকে ১৬৩ জন, বিজ্ঞানে ২৪ জন ও ব্যবসায় ৫ জন। জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৭৮ জন, ছাত্র ৪০, ছাত্রী ৩৮, মানবিকে ৭১ জন, বিজ্ঞানে ৭ জন। ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৫৪ জন, ছাত্র ২২, ছাত্রী ৩২, মানবিকে ৪৮ জন, বিজ্ঞানে ৬ জন। তাড়ল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ২৬ জন, ছাত্র ১০, ছাত্রী ১৬, মানবিকে ২৬ জন। হাতিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ২৯ জন, ছাত্র ১৩, ছাত্রী ১৬, মানবিকে ২৩ জন, বিজ্ঞানে ৬ জন। রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৫৯ জন, ছাত্র ২৩, ছাত্রী ৩৬, মানবিকে ৫৯ জন। আলহাজ্বা আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৩০ জন, ছাত্র ১১, ছাত্রী ১৯, মানবিকে ২৩ জন, বিজ্ঞানে ৭ জন। গচিয়া সামছুদ্দিন-সিকন্দর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৪১ জন, ছাত্র ১৭, ছাত্রী ২৪, মানবিকে ৩৮ জন, বিজ্ঞানে ৩ জন। ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ১০৫ জন, ছাত্র ৫০, ছাত্রী ৫৫, মানবিকে ৮৭ জন, বিজ্ঞানে ১৮ জন। মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৩৯ জন, ছাত্র ২৩, ছাত্রী ১৬, মানবিকে ৩৯ জন। আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৪২ জন, ছাত্র ২৪, ছাত্রী ১৮, মানবিকে ৩৫ জন, বিজ্ঞানে ৭ জন। এইচএমপি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৭৯ জন, ছাত্র ৪০, ছাত্রী ৩৯, মানবিকে ৭৯ জন। আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ২৩ জন, ছাত্র ৮, ছাত্রী ১৫, মানবিকে ২৩ জন। বাংলাদেশ ফিমেইল একাডেমির (বিএফএ) পরীক্ষার্থী ১৮ জন, বিজ্ঞানে ১৮ জন। উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ৫৪ জন, ছাত্র ২২, ছাত্রী ৩২, মানবিকে ৪৮ জন, বিজ্ঞানে ৬ জন। এদিকে হাজী মাহমুদ মিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাল্লা উপজেলা ২টি ও দিরাই উপজেলার ৬টি মাদরাসার মোট পরীক্ষার্থী ১৮২ জন, এরমধ্যে ছাত্র ১১৩ জন, ছাত্রী ৬৯ জনের সবাই মানবিকের। কেন্দ্র সূত্র জানায়, ধল আশ্রম দাখিল মাদরাসার পরীক্ষার্থী ১৭ জন, ছাত্র ১১ জন ও ছাত্রী ৬ জন। শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী ২১ জন, ছাত্র ৯ জন ও ছাত্রী ১২ জন। হায়দরিযা ভাটিপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী ২৮ জন, ছাত্র ১৮ জন ও ছাত্রী ১০ জন। হাজী মাহমুদ মিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী ৩৮ জন, ছাত্র ২৫ জন ও ছাত্রী ১৩ জন। রায়বাঙ্গালী শাহজালাল (রহ) ইসলামিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী ২৪ জন, ছাত্র ১৬ জন ও ছাত্রী ৮ জন। হাতিয়া পীর আকিলশাহ ইসলামিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী ২৪ জন, ছাত্র ১৯ জন ও ছাত্রী ৫ জন। দামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী ১৫ জন, ছাত্র ৬ জন ও ছাত্রী ৯ জন। শাল্লা হাশিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী ১৫ জন, ছাত্র ৯ জন ও ছাত্রী ৬ জন। পরীক্ষা কেন্দ্র সচিবগণ জানান, পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দিরাইয়ে এসএসসি-দাখিল পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা বেশি
Saturday, February 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment