বানিয়াচংয়ে বিএনপির চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হয়নি

Tuesday, February 4, 2014

বানিয়াচংয়ে বিএনপির চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হয়নি


ইমদাদুল হোসেন খান, বানিয়াচং : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী নির্ধারণে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপি ঐকমত্যে পৌঁছতে পারেনি।

একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে সোমবার ৩ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির দিনব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়; কিন্তু এ বিষয়ে কোন সমঝোতায় পৌঁছা সম্ভব হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

altবর্ধিত সভায় চেয়ারম্যান পদে দলীয় সমর্থন চান গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা বিএনপির সদস্য শেখ বশির আহমেদ, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু ও বিএনপি নেতা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকাদ্দছ হোসেন বকুল।

ভাইস চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন চান গত নির্বাচনে এ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. কনর আলী, বর্তমান সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, প্রচার সম্পাদক ও ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুর রহমান, বিএনপি নেতা আজিজুর রহমান, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মিজান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন ফারুক ও ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ আশরাফ এলাহী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন চান সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান উপজেলা মহিলা দলের আহবায়ক তানিয়া খানম। এ পদে আর কোন প্রার্থী না থাকায় তিনি একক প্রার্থী হিসাবে সহজেই সমর্থন আদায় করে নেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License