আমাদের সিলেট ডটকম:
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার হাসপাতাল মর্গে পড়ে রয়েছে মানসিক রোগী আব্দুল জলিলের (৪০) মরদেহ। আইনি জটিলতার কারনে জলিলের মরদেহ দেশে নিয়ে আসতে পারছেন না জলিলের আত্মীয়রা। আজ কালের মধ্যে লাশ হস্তান্তরের ব্যবস্থা করতে না পারলে জলিলের মরদেহ অজ্ঞাত হিসেবে সৎকার করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে।
জলিলের বাড়ী চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে। তার বাবার নাম মৃত আঃ আজিজ। জলিল একজন মানসিক রোগী।
এলাকাবাসী জলিলের আত্মীয়রা জানান, জন্মের পর থেকে জলিল মানসিক সমস্যায় ভুগছিলেন। আত্মীয়রা তার অনেক চিকিৎসা করিয়েছেন কিন- তিনি ভাল হননি। কয়েক দিন আগে জলিল বাড়ী থেকে হঠাৎ নিখোঁজ হন। তার নিখোঁজের খবরটি স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।
এদিকে, মানসিক বিকারগ্রস- জলিল সীমান-রক্ষী বিএসএফ-এর চোখ ফাঁকি দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করলে সে দেশের পুলিশ তাকে আটক করে বেধরক মারধোর করে। এতে জলিল মারাত্মক অসুস’ হয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ জলিলকে হাসপাতালে প্রেরন করে। এখানে তার মৃত্যু হয়। ৪/৫ দিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত জলিলের ছবি পাঠায় বিএসএফ’র কাছে। বিএসএফ সেই ছবি প্রেরন করে বাল্লা বিজিবি কাছে। ছবি দেখে আত্মীয়রা জলিলকে সনাক্ত করেন।
জলিলের লাশ এখনো আগরতলায়
Friday, February 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment