দিনাজপুরে ৫০ বস্তা আলু মিশে গেলো সড়কে ॥ আলুর উপর শুয়ে প্রতিবাদ জানালেন চাষীরা

Wednesday, February 5, 2014

দিনাজপুরে ৫০ বস্তা আলু মিশে গেলো সড়কে ॥ আলুর উপর শুয়ে প্রতিবাদ জানালেন চাষীরা


তনুজা শারমিন তনু, দিনাজপুর : প্রচুর শ্রমে-ঘামে উৎপাদিত ৫০ বস্তা আলু মহাসড়কের উপর ফেলে দিলেন কৃষকরা। এখানেই শেষ নয়-ফেলে দেয়া আলুর উপর শুয়ে আহাজারি করলেন। প্রদর্শন করলেন বিক্ষোভ। এরপর নিজেদের কষ্টের কথা জানাতে প্রশাসনের কাছে ছুটে গেলেন।

বুধবার ৫ ফেব্রুয়ারি সকাল ১১টা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার অর্ধশতাধিক আলু চাষী বস্তা ভর্তি আলু নিয়ে এসে সমবেত হন দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে উপজেলা সদরের শহীদ মিনার মোড়ে। সেখানে তারা বস্তার আলু ফেলে দেন মহাসড়কের উপর। এ সময় কষ্টার্জিত আলুর ন্যায্য মূল্য আর ক্ষতিগ্রস্ত আলু চাষীদের ব্যাংকের ঋণ মওকুফের দাবি জানিয়ে স্লোগানও দেন।

আলু চাষী সংগ্রাম পরিষদের ব্যানারে সমবেত চাষীদের মধ্যে বক্তব্য রাখেন, আলিমুদ্দিন, ফারুক হোসেন, মঞ্জুরুল ইসলাম মিঠু, ইউসুফ আলী প্রমুখ।

দুপুর ১২টায় চাষীরা মহাসড়কের উপর ফেলে দেয়া আলুর উপর শুয়ে আহাজারি আর বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তাদের কষ্টের কথা জানানোর জন্য চলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তার মাধ্যমে তারা একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবরে প্রদান করেন।

অন্যদিকে মহাসড়কে ফেলে দেয়া এ আলুর উপর দিয়েই ছুটে চলে অসংখ্য যানবাহন। এসব যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ৫০ বস্তা আলু মহাসড়কের কালো পিচে মিশে যায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License