আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদেরও সতর্ক থাকার আহবান জানান বিশ্ববিদ্যালযের প্রক্টর ড.হিমাদ্রী শেখর রায়।
গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মেস ও বাসা থেকে যৌথবাহিনী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতারের নামে হয়রানি করায় আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভ’মিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালযের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে অবস্থিত প্রক্টরের কার্যালয়ে শাবিতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে সর্বাত্তক সহযোগিতা করতে চায় তবে এ ক্ষেত্রে যেন কোন সাধারণ শিক্ষার্থী হয়রানির শিকার না হয় সে দিকেও প্রশাসনের সতর্ক নজর রয়েছে। পুলিশ প্রশাসন কর্তৃক বিশ্বদ্যিালয়ের পার্শ্ববর্তী এলাকায় মেস ত্যাগের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট থাকার কারনে অনেক সাধারণ শিক্ষার্থী বাধ্য হয়েই মেসে অবস্থান করে, আর মেস ছাড়া সাধারণ শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করাও সম্ভব নয়। তাই তাদেরকে মেস ত্যাগ করতে বলা হলে বিষয়টি উপস্থিত সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার রাজন কুমার দাশকে উর্দ্ধতন প্রশাসনের সাথে আলোচনা করার আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের এসি রাজন কুমার দাশ, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফকরুল ইসলাম, সহকারী প্রক্টর শোয়েব আহমদ, সহকারী প্রক্টর মিরাজুল ইসলাম প্রমুখ।
শাবি সাংবাদিকদের সাথে মতবিনিময়:‘সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় সতর্ক প্রশাসন’
Sunday, February 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment