চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সিলেটে মানববন্ধন সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক : সকল প্রকার চাকরিতে যোগদানের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সিলেটেও মানববন্ধন করেছে।
শনিবার ৮ ফেব্রুয়ারি দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিপুল সংখ্যক যুবক অংশ নেন।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সিলেটের অন্যতম সমন্বয়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও এম এ আলিমের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট ল কলেজের শিক্ষার্থী মো. রশিদুল ইসলাম রাশেদ, জিয়াউর রহমান জিয়া, লিয়াকত, আতাউর রহমান, ওয়াহিদা, রাশেদুল হক, আল আমিন নিক্সন, সুমন কুমার চন্দ, সুরঞ্জিত তালুকদার, ইসলাম উদ্দিন, মাইনউদ্দিন, মেহেদী হাসান, শাহীন আলম, আব্দুল কাদের জুয়েল, পিনাক ভট্টাচার্য, অন্তু দে, পার্থ সারথি পাল, সাহেদ, ফজর আলী প্রমুখ।
No comments:
Post a Comment