আমাদের সিলেট ডটকম:
বড়লেখায় খালুর বাড়ি থেকে আব্দুর র্বপ ( ১৮ ) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো অবস’ায় ঝুলন্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে স্বজনের দাবি পিতা-মাতার বিবাহ বিচ্ছেদের কারনে ছেলেটি আত্মহত্যা করতে পারে। ঘটনাটি ঘটেছে দক্ষিণভাগ উত্তর ( কাঁঠালতলী ) ইউনিয়নের মুছেগুল গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে। হাবিবুর রহমান আব্দুর র্বপের খালু বলে জানা গেছে। এ ব্যাপারে ছেলেটির বাবা বাদী হয়ে বড়লেখা থানায় অপমৃত্যু মামলা করেছেন। মামলা নং-১/২।
থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণভাগের বাসিন্দা ফয়জুর রহমানের ছেলে আব্দুর র্বপ ৭-৮ বছর পূর্বে পিতা-মাতার বিবাহের বিচ্ছেদের পর মায়ের সাথে খালুর বাড়িতে বসবাস করছিল। গতকাল সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খালুর বাড়ির একটি বসত ঘরে তার গলায় ফাঁস লাগানো অবস’ায় ঝুলন্ত্র লাশ দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত্রের মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বড়লেখা থানার এসআই কাওছার্বজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনের দাবি পিতা-মাতার বিবাহ বিচ্ছেদের কারনে ছেলেটি আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্ত্র রিপোর্ট ছাড়া ঘটনাটি হত্যা-না আত্মহত্যা বলা যাচ্ছে না।
বড়লেখায় খালুর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত্র লাশ উদ্ধার, স্বজনের দাবি : পিতা-মাতার বিবাহ বিচ্ছেদের কারনে আত্মহত্যা
Saturday, February 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment