সন্ত্রাসী চাঁদাবাজ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে খুব শিগগির শুদ্ধি অভিযান : কাদের

Monday, February 3, 2014

সন্ত্রাসী চাঁদাবাজ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে খুব শিগগির শুদ্ধি অভিযান : কাদের


নিজস্ব প্রতিবেদক : যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে খুব শিগগির শুদ্ধি অভিযান শুুরু হবে। এ ব্যাপারে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগরীতে সুরমা নদীর উপর নির্মাণাধীন কাজিরবাজার সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রবিবার ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে ছাত্রলীগের সাবেক এই সভাপতির কাছে প্রশ্ন রাখা হলে তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসী, চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তালিকা প্রস্তুত করা হচ্ছে সন্ত্রাসী, চাঁদাবাজ, অনুপ্রবেশকারী ও জঙ্গিবাদীদের। এর ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অনেকেই মনে করেছিলেন, একটি দল নির্বাচনে না এলে বাংলাদেশের মাথার উপর আকাশ ভেঙ্গে পড়বে; কিন্তু পড়েনি। বরং বর্তমান সরকার যেমনি দেশে তেমনি দেশের বাইরে গ্রহণযোগ্যতা পেয়েছে।

তিনি বলেন, বিএনপি এতদিন বলেছিল অবৈধ সরকারের সাথে আলোচনা করবে না। আরো বলেছিল, নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। অথচ এখন এই নির্বাচন কমিশনের অধীনেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী

বলেন, জনগণ আর নেতিবাচক রাজনীতি চায়না বলেই বিরোধী দলের হরতাল-অবরোধ ব্যর্থ হয়েছে।

মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, বিএনপি নিজেই মধ্যবর্তী নির্বাচনের দাবি থেকে সরে এসেছে। এখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবতে হবে।

যোগাযোগ মন্ত্রী সকালে হেলিকপ্টার যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। জিয়ারত করেন হযরত শাহজালাল (র) ও শাহপরান (র) মাজার। পরে তিনি জালালাবাদ গ্যাস মিলনায়তনে দলীয় মতবিনিময় সভায় যোগ দেন।

চলমান ছবিতে ভিডিওচিত্র দেখুন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License