আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথে উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালায় ২১ জন আসামী কে গ্রেফতার করেছে পুলিশ । থানা পুলিশ শুক্রবার ভোর থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত্র অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভূক্ত, সাজাপ্রাপ্ত, নিয়মিত, মাদকদ্রবসহ বিভিন্ন মামলার পলাতক আসামী বলে পুলিশ সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- উপজেলার রামপুর গ্রামের মৃতঃ আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল মালেক, শমেমর্দান গ্রামের মৃতঃ চমক আলীর ছেলে র্বহেল আহমদ, জমশেরপুর গ্রামের আব্দুল গণির ছেলে রাজু মিয়া, সত্তিশ গ্রামের আলতাব আলীর ছেলে পল্লী চিকিৎসক কাওছার আহমদ, বিদায়সুলপানি গ্রামের গণি মিয়া’র ছেলে সোনা মিয়া, উপজেলা রোড জগন্নাথপুরের বাসিন্দা আব্দুল খালিকের ছেলে সাহেদ মিয়া, বিদায়সুলপানি গ্রামের আব্দুল হাসিমের ছেলে মোতালেব, আমতৈল গ্রামের গরহানউদ্দিনের ছেলে আলাউদ্দিন, বন্ধুয়া গ্রামের মৃতঃ আব্দুল আহাদের ছেলে সেলিম আহমদ, শহীদ সুলেমাননগর গ্রামের ইয়াত্তর বক্তের ছেলে আব্দুল করিম, নভাগ গ্রামের মন্ত্রাজ আলীর ছেলে নিমার আলী, সৎপুর গ্রামের মৃতঃ আছদ্দর আলী ছেলে ছাতির মিয়া, বাইশঘর গ্রামের আওলাদ মিয়ার ছেলে আমির উদ্দিন, সৎপুর গ্রামের মৃতঃ রইমুছ আলীর ছেলে নূর্বল ইসলাম, রামাইচক গ্রামের মৃতঃ আজিজুর রহমানের ছেলে আব্দুল আলী, একই গ্রামের আব্দুল হামিদ, আব্দুল হাই, মাহতাবপুর গ্রামের নাছির মিয়ার ছেলে আব্দুল হামিদ, মির্জারগাঁও গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে সোনা মিয়া, মাহতাবপুর গ্রামের মৃতঃ আব্দুল করিমের ছেলে সাবুল মিয়া ও উদয়পুর গ্রামের আব্দুল জলিল খা’র ছেলে জামিল খা। অভিযানে নেতৃত্ব দেন বিশ্বনাথ থানার এসআই মোঃ ছায়েদুর রহমান, মোঃ মারফত আলীসহ একদল পুলিশ।
বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার
Saturday, February 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment