ওসমানীনগর ও নবীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি আহত ১ : ২৭ লাখ টাকার মালামাল লুট

Monday, February 3, 2014

আমাদের সিলেট ডটকম:

ওসমানী নগর ও নবীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

ওসমানীনগারে এক প্রবাসীর বাড়িতে হানা দিয়ে ডাকাতরা লুটে নিয়েছে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল। এ সময় ডাকাতদের প্রহারে আহত হয়েছেন এক ব্যক্তি।

অন্যদিকে, নবীগঞ্জের নারান্দি গ্রামের একটি বাড়ি থেকে ডাকাতরা লুটে নিয়েছে নগদ অর্থ ও স্বর্ণাংকারসহ ১২ লাখ টাকার মালামাল।

ওসমানীনগরে দু’দিনের ব্যবধানে আবারও এক প্রবাসীর বাড়িতে ডাকাতি দূর্ধুর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে থানার বুরুঙ্গা ইউপির পশ্চিম তিলাপাড়া গ্রামের লন্ডন প্রবাসী মতিন মিয়া’র বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় মতিন মিয়া’র গাড়ি চালক উসমান মিয়া (২২) আহত হন। এ সময় ডাকাতরা ঘরে থাকা ২৫ ভরি স্বর্ণ, নগদ ৮০হাজার টাকা, ৩টি মোবাইল সেটসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গতকাল সোমবার সকালে ডাকাতির সাথে জড়িত সন্দেহে পশ্চিম তিলাপাড়া গ্রামের আব্দুল আলীর পুত্র সালমান(২৩) কে আটক করে পুলিশ।

জানা যায়, গত রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০/১২ জনের মুখোশ পরা এক দল ডাকাত পশ্চিম তিলাপাড়া গ্রামের লন্ডন প্রবাসী মতিন মিয়ার বড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ীর সীমান প্রাচীর ও ঘরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী ও তার সন্তানদের জিম্মি ঘরে লুটপাট চালায়। এসময় ডাকাতরা প্রবাসীর গাড়ি চালককে দারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রবাসীর স্ত্রী লুৎফা বেগম জানান আমার ও তিন সন্তানদের প্রায় ২৫ ভরি স্বর্ণ, অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের মধ্যে আমি একজনের কণ্ঠ চিনতে পেরেছি। পুলিশ তাকে আটক করেছে।

প্রবাসীর খালাতো ভাই শহিদ মিয়া জানান, এঘটনাটি ডাকাতি যাকে আটক করা হয়েছে সে স্বীকার করেছে এবং আরো ২/৩ ডাকাতের নাম বলেছে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য কিছু লোক উঠে পরে লেগেছে। আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জুবের আহমদ বলেন, এ ঘটনাটি ডাকাতি নয়, অন্য বিষয়।

নবীগঞ্জের পল­ীতে ঘরের গ্রীল ভেঙ্গে গৃহকর্তা ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে একদল মুখোশধারী ডাকাতদল নগদ দেড় লাখ টাকা ও ২৫ ভরি স্বর্নালংকার ২ টি মোবাইল সেটসহ প্রায় ১২ লক্ষাধিক টাকা লুট করে গেছে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নারান্দি গ্রামের অখিল রঞ্জন কর বলুর বাড়ীতে গত রবিবার গভীর রাতে ৮/১০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাদ দল এ সময় ঘরের গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ীর গৃহকর্তা ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার পর বাড়ীর লোকজনের আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসে।

গতকাল সোমবার সকালে বিষয়টি গোপলার বাজার ফাঁড়ি পুলিশকে অবগত করলে ফাড়ি ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে গৃহকর্তা অখিল কর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License