বাংলাদেশে সাংবাদিকতায় নারীরা পুরুষদের মতোই দক্ষতা প্রদর্শনে সক্ষম হয়েছেন : হেলেন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশিষ্ট নারী উদ্যোক্তা এইচএম করপোরেশনের চেয়ারপারসন হেলেন আহমদ বলেছেন, নারী-পুরুষের যৌথ প্রচেষ্টায়ই দেশকে এগিয়ে নিতে হবে। তাই সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। বাংলাদেশে সাংবাদিকতায় ইতোমধ্যে নারীরা পুরুষদের মতোই দক্ষতা প্রদর্শনে সক্ষম হয়েছেন।
নারীদের জন্যে সিআইপি (সেন্টার ফর ইমপ্রুভমেন্ট অব প্রেস) আয়োজিত প্রথম ক্রীড়া সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সিলেট মহানগরীর কাজী ইলিয়াসে দৈনিক উত্তরপূর্বের সভাকক্ষে দুদিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সিআইপির পরিচালক সাংবাদিক আল-আজাদ। বিশেষ অতিথি ছিলেন সিলেটর প্রথম পূর্ণাঙ্গ অনলাইন পত্রিকা বাংলা নিউজ আপডেট পরিচালনা পরিষদের সদস্য বশির আহমদ জুয়েল। সিআইপির সমন্বয়ক সাংবাদিক সুবর্ণা হামিদ অনুষ্ঠান পরিচালনা করেন।
অনষ্ঠানে প্রধান অতিথি হেলেন আহমদ আরো বলেন, পারিবারিক ও সামাজিক বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।
তিনি সিআইপির এ উদ্যোগের প্রশংসা করেন।
No comments:
Post a Comment