ভারতে মিলান ২০১৪ ও মায়ানমারে শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাংগু

Sunday, February 2, 2014

ভারতে মিলান ২০১৪ ও মায়ানমারে শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাংগু


altবাংলাদেশ নৌবাহিনী জাহাজ সাংগু ভারতীয় নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে আয়োজিত মিলান-২০১৪-এ অংশগ্রহণের উদ্দেশ্যে শনিবার ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম নেভাল জেটি ত্যাগ করেছে।

মঙ্গলবার থেকে ৬ দিনব্যাপী এ মিলন মেলায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলংকা, মায়ানমার ও মালদ্বীপসহ ১৬টি দেশের নৌবাহিনীর জাহাজ, নৌ পর্যবেক্ষক এবং নৌ সমর বিশারদগণ অংশগ্রহণ করবেন।

পৃথিবীর বিভিন্ন দেশের নৌবাহিনীর অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে নৌ মহড়া, জাহাজ পরিদর্শন, সম্মেলন, সামুদ্রিক জাহাজের জলদস্যুতা প্রতিরোধ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বানৌজা সাংগুর অধিনায়ক কমান্ডার এম. জিয়াউর রহমানের নেতৃত্বে সর্বমোট ৯৬ জন কর্মকর্তা ও নাবিক এ মহড়ায় অংশগ্রহণ করছেন। বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন মোস্তফা কামাল নাসের মহড়ায় উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করবেন।

বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর সমন্বয়ে আয়োজিত এ মিলন মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতসহ দক্ষিণপূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ এবং নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যায়।

ভারত সফরশেষে বাংলাদেশে ফেরার পথে নৌবাহিনী জাহাজ সাংগু মায়ানমারের ইয়াংগুন বন্দরে ২ দিনের যাত্রা বিরতিসহ মায়ানমার নৌবাহিনীর সাথে একটি যৌথ নৌ মহড়ায় অংশ গ্রহণ করবে। জাহাজটি ১৬ ফেব্রুয়ারি দেশে ফিরবে বলে আশা করা যায়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License