নবীগঞ্জে হেফাজতে ইসলামের বৃহস্পতিবারের মাহফিল সম্পর্কে পুলিশের কিছুই জানা নেই
নবীগঞ্জ প্রতিনিধি : হেফাজতে ইসলাম বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া বালক বিদ্যালয় মাঠে একটি মাহফিল আহ্বান করেছে। এ জন্যে বিভিন্ন স্থানে সেঁটেছে পোস্টার। চালাচ্ছে ব্যাপক প্রচারণা; কিন্তু পুলিশ এ সম্পর্কে কিছুই জানেনা।
এই মাহফিলকে কেন্দ্র করে পুরো উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাই জনমনে আতংক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এই মাহফিলের পিছনে রয়েছে জামায়াতে ইসলামী। মূলতঃ এ উপলক্ষে এখানে জামাত-শিবিরের নেতাকর্মী সমবেশ অনুষ্ঠিত হবে। একজন প্রভাবশালীর বাড়িতে গোপন সভারও আয়োজন করা হয়েছে।
মাহফিলের প্রচারপত্রে অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের নামও ব্যবহার করা হয়েছে; কিন্তু তিনি জানান, অনুমতি ছাড়াই তার নাম ছাপানো হয়েছে।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনয়ন আওয়ামী লীগ সভাপতি মো. দিলাওর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আজমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মাহফিল সর্ম্পকে থানা পুলিশ অবহিত নয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফর রহমান জানান, হেফাজতে ইসলাম মাহফিল করার জন্য কোন অনুমতি নেয় নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment