সচেতন সিলেটবাসীর পরামর্শ সভা: গুচ্ছ পদ্ধতি বাতিল হওয়ায় সিলেটবাসীর জয় হয়েছে – জাউল হাসান কয়েস লোদী

Thursday, February 6, 2014

আমাদের সিলেট ডটকম:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল হওয়ার প্রেক্ষিতে এই আন্দোলন সূচনা ও সফলভাবে সম্পন্নকারী সংগঠন ‘সচেতন সিলেটবাসী’র এক পরামর্শ ও মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

হাউজিং এস্টেটস্থ প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘সচেতন সিলেটবাসী’ সিলেটের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে গুচ্ছ পদ্ধতি বাতিল আন্দোলন অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে। বক্তারা বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে কোন চক্রান্ত সিলেটবাসীকে নিয়ে ‘সচেতন সিলেটবাসী’ প্রতিরোধ করবে।

‘সচেতন সিলেটবাসী’র আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (প্রথম) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সোয়াদ রব চৌধুরী, এমদাদুল হক স্বপন, আফছর খান, রোটারিয়ান জাহেদ আহমদ তালুকদার, দিলোয়ার হোসেন জয়, ওমর মওদুদ, মাহবুবুর রউফ নয়ন, আল আমিন রাসেল, তানভির আহমদ চৌধুরী, ওমর মাহবুব, আব্দুল মালিক আতিক, সালাহ উদ্দিন সাকের, জাহিদ হাসান পাবেল, এরশাদ আহমদ, আলভি আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের মানুষের প্রানের প্রতিষ্ঠান শাহজালাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিতর্কিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করার চেষ্ঠা করা হয়েছিল কিন্তু সিলেটবাসী বৈষম্যমূলক এই পদ্ধতি চালু করার পক্ষে মত দেয়নি। ‘সচেতন সিলেটবাসী’ সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে গণপদযাত্রা, অবস্থান কর্মসূচী, গনসংযোগ, পথসভা, হরতাল পালন করে। যার প্রেক্ষিতে শাবি কর্তৃপক্ষ দাবী মেনে নিতে বাধ্য হয়।

তিনি আন্দোলনে অংশগ্রহনকারী সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সিলেটের স্বার্থের পক্ষে সবসময় সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License