আমাদের সিলেট ডটকম:
উপজেলা পরিষদ নির্বাচনে প্রবাসী অধ্যূষিত সিলেটের বালাগঞ্জ উপজেলায় রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি, জামায়াত ও জমিয়তে উলামা ইসলাম থেকে চেয়ারম্যান পদে একক প্রার্থী হলেও আওয়ামীলীগ থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এনিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে হাতাশা বিরাজ করছে।
বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবদাল মিয়া, ওসমানীনগর থানা জামায়াতের আমীর সাজিদ মোহাম্মদ, ওসমানীনগর থানা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা আবদুল মতিন ধনপুরি। আওয়ামীলীগ থেকে বর্তমান চেয়ারম্যান ও বালাগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সম্পাদক আনহার মিয়া, সাংগঠনিক হুমায়ুন রশিদ চৌধুরী, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা যুবলীগের সাংগঠনিক এডভোকেট জুয়েল আহমদ, ওসমানীনগর আওয়ামীলীগের সহসভাপতি আবদুল হামিদ, কৃষকলীগ সম্পাদক মঈন উদ্দিন লেচু, প্রবাসী আওয়ামীলীগ নেতা শেখ নুরুল ইসলাম জিতু মনোনয়নপত্র দাখিল করেন ।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী ফখর উদ্দিন, জমিয়তে উলামা ইসলামের মাওলানা মুক্তার হোসেন, খেলাফত মজলিসের সৈয়দ আলী আসগর, জামায়াতের জুবের ্খান, আওয়ামীলীগের ইকবাল হোসেন মস্তান, অরুনোদয় পাল ঝলক, স্বতন্ত্র শাহ আবদুর রব, শামসুল ইসলাম শামীম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি নেত্রী হাবিবা বেগম এবং বিএনপির রেফা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান ও সিলেট জেলা রির্টানিং কর্মকর্তা নিকট পৃথক ভাবে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
বালাগঞ্জে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
Sunday, February 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment