যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণায় গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : সকল যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার অঙ্গীকারে সিলেটসহ সারা দেশে গণজাগরণ মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
সিলেটে বিকেল পৌণে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রজন্ম চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বিকেল সাড়ে ৩টায় ছিল শপথ গ্রহণ। শপথবাক্য পাঠ করান সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু। উপস্থিত সর্বস্তরের মানুষ শপথবাক্য উচ্চারণ করেন।
শপথবাক্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয়।
এরপর প্রজন্ম চত্বর থেকে বের করা হয় বিরাট জাগরণ শোভাযাত্রা। এতে অন্যদের মধ্যে অংশ নেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মো. আরশ আলী, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি আল-আজাদ, কবি তুষার কর ও শুভেন্দু ইমাম, মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল প্রমুখ। জাগরণ শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট ঘুরে প্রজন্ম চত্বরে ফিরে আসে।
প্রজন্ম চত্বরে স্মৃতিচারণ এবং জাগরণের গান পরিবেশনেরও আয়োজন করা হয়।
চলমান ছবিতে ভিডিওচিত্র দেখুন।
No comments:
Post a Comment