আমাদের সিলেট ডটকম:
জৈন্তাপুর শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুই এলাকার জনসাধারনের মধ্যে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী সহ অন্তত ৫জন লোক আহত হয়েছেন।
সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলা সদরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত জিয়াউল হক আনিসকে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত আনিস সিলেট এমসি কলেজের ছাত্র ।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে যশপুর গ্রামের সোহাগ আহমদ ও চুনাহাটি গ্রামের জিয়াউল হক আনিসের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে প্রথমে বিদ্যালয়ের পাশে দুই এলাকার শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া হয়। এসময় আনিসের মাথায় আঘাত লাগে। তাকে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হলে এখানে পুনরায় উভয় পক্ষের মাঝে সংর্ঘষ বাধে। পরবর্তীতে চুনাহাটি ও যশপুর গ্রামের জনসাধারনের মাঝে উত্তোজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরে সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিষয়টি সামাজিক ভাবে নিষ্পতি করতে জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্যগণ চেষ্টা চালিয়েছেন। অপরদিকে গুরুত্বর আহত আনিস কে লাফ সার্পেটে রাখা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে।
জৈন্তাপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে অন্তত ৫জন আহত
Monday, February 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment