আমাদের সিলেট ডটকম:
আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের অনানুষ্ঠানিক নির্বাচনী মতবিনিময় অব্যাহত রয়েছে। প্রায় সকল প্রার্থীই উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ দলীয় নেতাকর্মি এবং সমর্থকদের নিয়ে ভোটার এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী আচরণ বিধি লংঙ্ঘনের ভয়ে অনেকটা সর্তকতার সাথেই প্রার্থীরা তাদের কর্মকান্ড পরিচালনা করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মূলত আওয়ামীলীগ, বিএনপি এবং জামায়াতে ইসলামীর দলীয় সমর্থিত প্রার্থীরাই বিশেষভাবে মাঠে রয়েছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মোস-াকুর রহমান মফুর শুক্রবার উপজেলার গোয়ালাবাজার, উমরপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মি, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তার সাথে ছিলেন ওসমানীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী, সাধারণ সম্পাদক আনছার উদ্দিন, আওয়ামী লীগ নেতা পিনাক পানি ভট্টাচার্য প্রমুখ।
এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী মো. আবদাল মিয়াও শুক্রবার উপজেলার তাজপুর, গোয়ালাবাজার, পূর্ব গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স’ানীয় দলীয় নেতাকর্মি, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আনহার মিয়া, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওসমানীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান রব্বানী, উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চেরাগ আলী প্রমুখ।
এদিকে ‘নাগরিক কমিটি’র ব্যানারে জামায়াতে ইসলামীর দলীয় সমর্থিত প্রার্থী সাজিদুল আলম (সাজিদ মুহাম্মদ) শুক্রবার দেওয়ানবাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের মাদ্রাসাবাজার, খাঁপুর, মোরারবাজার, বাংলাবাজার, আজিজপুরসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় করেছেন। এ সময় তার সাথে ছিলেন বালাগঞ্জ থানা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুস সাত্তার, জামায়াত নেতা কুতুব উদ্দিন আহমদ, আসরারুর রহমান, এহসানুর রশীদ রাজু, মিজানুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল কাদির প্রমুখ।
বালাগঞ্জের চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় অব্যাহত
Friday, February 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment