ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলীগের একাধিক প্রার্থী মাঠে ॥ বিপাকে নেতাকর্মীরা
জুয়েল খান, ফেঞ্চুগঞ্জ : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে। তবে এর আগে থেকেই মাঠ চষে বেড়াতে শুরু করেন প্রার্থীরা। এখন পর্যন্ত বিএনপির একজন প্রার্থীকে প্রকাশ্যে দেখা গেলেও আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী একাধিক। তাই নেতাকর্মীরা দারুণ বিপাকে পড়েছেন। শেষপর্যন্ত দলের একক প্রার্থী দেয়া সম্ভব হবে কি না এ নিয়ে সবার মাঝে উৎকণ্ঠা রয়েছে।
নির্বাচন কমিশন তৃতীয় দফায় দেশের ৮৬টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এরমধ্যে সিলেট বিভাগের রয়েছে ৪টি। উপজেলাগুলো হলো সিলেটের ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা, সুনামগঞ্জের জামালগঞ্জ এবং মৌলভীবাজারের বড়লেখা। তবে এসব উপজেলায় অনেক আগে থেকেই নির্বাচনী হাওয়া বইছে
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ-বিএনপি নেতাদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী আছেন কয়েকজন। আছেন প্রবাসীরা। প্রার্থীদের মাঝে যেমনি প্রবীণরা আছেন তেমনি নবীনরাও রয়েছেন।
No comments:
Post a Comment