সব পেশায় নীতি-নৈতিকতা যথাযথভাবে অনুসরণ করা হলে সাধারণ মানুষ উপকৃত হবে
নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় অভিমত রাখা হয়েছে, প্রত্যেক পেশাজীবী নিজ নিজ পেশাগত নীতি-নৈতিকতা যথাযথভাবে অনুসরণ করলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবে।
শনিবার ৮ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) উদ্যোগে ওসমানী মেডিক্যাল কলেজের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ওসমানী মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোর্শদ আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিএমডিসির নির্বাহী সদস্য ডা. এম এ আহবাব। মূল বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের প্রকল্প পরিচালক ডা. গোলাম হাসান রব্বানী। আলোচনায় অংশ নেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মিজানুর রহমান, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল করিম, বিএমডিসির রেজিস্ট্রার ডা. জেড এইচ বসুনিয়া, স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. বনদ্বীপ লাল দাস, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডা. ইহতেশামুল হক দুলাল, সিলেট শাখার সভাপতি ডা. রোকন উদ্দিন আহমদ, ওসমানী মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. জামিল আহমদ, প্রেসক্লা ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক উদ্দিন, সিলেট ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. নাসিম আহমদ, ডা. আবু ইউসুফ ভূঁইয়া, ডা. আাদিলুজ্জামান, ডা. ইমদাদুল হক, ডা. সুব্রত রায় প্রমুখ।
No comments:
Post a Comment