আমাদের সিলেট ডটকম:
হবিগঞ্জে ডাকাতের হামলায় ১০ জন আহত হয়েছেন। পৃথক ডাকাতির ঘটনায় গৃহস্বামী ও পথচারীদের টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুন্ঠিত হয়েছে।
জানা যায়, গত বৃহষ্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেইট এলাকায় ৬টি বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাতদের হামলায় গেইটম্যান, কয়েকজন রাবার বাগান শ্রমিক ও মহিলাসহ ৭ জন আহত হয়। ৮/১০ জন ডাকাত পরিবারগুলোর পুরুষ সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস’লে যায়। গত বুধবার দিবাগত গভীর রাতে বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা-কিনারখালি এলাকায় মন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেবের বাড়িতে ডাকাতেরা হামলা চালায়। তারা বারান্দার গ্রীল ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে তিন ভড়ি স্বর্ণালংকার ও নগদ দশ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতেরা গৃহস্বামীকে প্রহার করে।
এছাড়া, গত বৃহষ্পতিবার আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে পাচআইক্কা নামক স্থানে মুখোশধারী ডাকাতেরা পথচারী বিষ্ণু সূত্রধর ও বাসু সূত্রধরের উপর হামলা চালিয়ে নগদ ৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। একই দিন সন্ধ্যায় আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টহল গাড়ি একই স’ানে ডাকাতের কবলে পড়ে। ডাকাতেরা ইট-পাটকেল নিক্ষেপ করলে গাড়ির উইন্ডস্ক্রীন ভেঙ্গে যায়। পরে পুলিশ দেখে ডাকাতেরা পালিয়ে যায়।
হবিগঞ্জে ডাকাতের হামলায় ১০ জন আহত
Friday, February 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment