গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা

Wednesday, February 5, 2014

আমাদের সিলেট ডটকম:

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর থেকেই উপজেলার সবর্ত্র শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

মঙ্গলবার প্রতীক বরাদ্ধের পর পরই পুরোদমে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণার কাজ। মাইকিং, পোস্টার বিলি ও সাটানো, হ্যান্ডবিল ও প্রার্থীদের মতবিনিময় সভা এবং সর্বোপরি উপজেলার হাট-বাজার, চায়ের কাপে ঝড় তুলছে উপজেলা নির্বাচন প্রসঙ্গ। গতকাল বুধবার চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ফুলবাড়ী ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দুপুরে ঢাকাদক্ষিণে ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন সরফ, গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, সাবেক চেয়ারম্যান বদরুল হক, আওয়ামীলীগ নেতা আব্দুস শহিদ খান জিলা, আবুল লেইছ, আব্দুল হান্নান, ইউপি সদস্য সেলিম আহমদ প্রমুখ।

চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল তার নিজ ইউনিয়ন বাঘা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। বিকেলে ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদকে নিয়ে ঢাকাদক্ষিণ ইউনিয়ন কমপ্লেক্সে নির্বাচনী মতবিনিময় সভা করেন। এ সময় আওয়ামীলীগ নেতা আর্জমন্দ আলী, ইসলাম উদ্দিন, আহাদুর রহমান, ফয়জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের আমীর হাফিজ নজমুল ইসলাম দিনব্যাপী লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ বাজার, ক্লাব, ল²ীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটায় গণসংযোগ করেন। এ সময় উপজেলা যুগ্ম নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম শামিমসহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান প্রার্থী, জেলা ছাত্রদল সভাপতি এমরান আহমদ চৌধুরী বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিকাল ৪টায় উপজেলা সদরস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী, জিলাল উদ্দিন গোলাপগঞ্জ পৌরসভা, ঢাকাদক্ষিণ ও ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা বাঘা ইউনিয়নে দিনব্যাপী প্রচারণা করেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী, সাবেক ছাত্র নেতা নোমান উদ্দিন মুরাদ ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আগামী ৮ ফেব্র“য়ারী দেশে ফিরবেন তবে আজ বৃহস্পতিবার থেকে তার নির্বাচনী প্রচারনা শুরু করবেন বলে জানিয়েছেন তার নির্বাচনী এজেন্ট আফজাল হোসেন রফি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License