নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে গুণীজন ও শিক্ষার্থী সংবর্ধনা
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমি সিলেট বিভাগীয় শাখার পক্ষ থেকে গুণীজন ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ ফেব্রুয়ারি দুপুরে কলেজ হল রুমে অধ্যক্ষ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন, করেজ গভর্নিং বডির সদস্য আজিজুর রহমান, জসিম উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রাকিল হোসেন, প্রভাষক মুজতাহিদ আহমেদ, প্রভাষক নাজমুল হুদা, সহকারী অধ্যাপক আজিজুল হক, মমিনুল হক, প্রভাষক জয়নাল আবেদীন খান, প্রভাষক নজমুল হোসেন মর্তুজা, প্রভাষক মাহমুদা বেগম, প্রভাষক জীবন নাহার বেগম, প্রভাষক নেপাল চন্দ্র দাস, কবি নীলুফা ইয়াসমীন নীলু, এম. গৌছুজ্জামান চৌধুরী, লিমন শাহেনশাহ, শহীদুজ্জামান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে মানবসেবায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমানকে, শিক্ষাক্ষেত্রে অধ্যক্ষ নূরুল আমীনকে, সাহিত্যক্ষেত্রে এম. গৌছুজ্জামান ও নীলুফা ইয়াছমীন এবং কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
No comments:
Post a Comment