আমাদের সিলেট ডটকম:
ছাতকে ছিনতাইকৃত অর্থসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে-কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের চমক আলীর ছেলে সাইফুল (৩০) ও একই ইউনিয়নের শিমুলতলা গ্রামের আকলুছ আলীর ছেলে সিএনজি চালক সালা উদ্দিন (২৮)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৯৭ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সাইফুলের বাড়িতে অভিযান চালায়। পুলিশ তার বাড়ির সিন্দুক থেকে ৯ লাখ ৫৬ হাজার ৫শ’ টাকা উদ্ধার করে। এ ঘটনায় সাইফুল ও সালাউদ্দিনকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার সকাল ১১টায় মুক্তিরগাঁও গ্রামে তাদের সহযোগী মিজানের বাড়ির খাটের নিচ থেকে ৮ লাখ ৪০ হাজার ৯শ’ টাকা উদ্ধার করা হয়। ছাতক থানার ওসি শাহজালাল মুন্সির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গত ২ ফেব্রুয়ারি ছাতকে ডাচ-বাংলা ব্যাংকের কাছে বৃটিশ-আমেরিকান টোবাকো কোম্পানীর এজেন্ট মৌলা বক্স করিম বক্স-এর ২২ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় পুলিশ ওই দিনই পিন্টু দাস নামে এক কর্মকর্তাকে আটক করে।
ছাতকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৯৭ হাজার টাকাসহ দুজন গ্রেফতার
Friday, February 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment