ছাতকে যাত্রীবাহী নৌকায় অগ্নিকাণ্ড ॥ ৩ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে নিহত ॥ নিখোঁজ অর্ধশতাধিক
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে নৌদুর্ঘটনায় ৩ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে নিহত, ২৫ জন আহত ও অর্ধশতাধিক নিখোঁজ হয়েছে।
সোমবার ৩ ফেব্রুয়ারি রাত প্রায় সাড়ে ৮টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা নামকস্থানে সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে কিশোরগঞ্জের ইটনাগামী একটি যাত্রীবাহী কাঠের তৈরি নৌকা বেতুরা এলাকায় পৌঁছলে চুলার আগুন থেকে পুরো নৌকায় আগুন ধরে যায়। এ সময় নৌকায় শুয়েবসে থাকা অধিকাংশ যাত্রী পানিতে ঝাঁপিয়ে পড়ে।
খবর পেয়ে ছাতক ও দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার লোকজনকে নিয়ে উদ্ধার কাজে নামে।
রাত ১০টায় শেষখবর পাওয়া পর্যন্ত অগ্নিদগ্ধ শিশু ও মহিলাসহ ৩ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত অবস্থায়ই সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রী কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাজারহাটি গ্রামের মেছা লাল সাহার ছেলে সঞ্জিত লাল সাহা জানায়, নৌকাতে ইটনা ও মিঠামন উপজেলার বিভিন্ন গ্রামের ১শ ৪০জন যাত্রী ছিল। চুলার আগুন গোটা নৌকায় ছড়িয়ে পড়লে যাত্রীরা পানিতে ঝাঁপিয়ে পড়ে। তবে কিছু যাত্রী নৌকাতেই আটকা পড়ে যায়।
No comments:
Post a Comment