বানিয়াচংয়ে আলীগের একক প্রার্থী নির্ধারণ করতে সাংসদ মজিদ খান আবারো ব্যর্থ হলেন
ইমদাদুল হোসেন খান, বানিয়াচং : বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণ করতে সংসদ সদস্য আব্দুল মজিদ খান আবারো ব্যর্থ হলেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে সাংসদ আব্দুল মজিদ খানের সভাপতিত্বে তার বাসায় একটি সমঝোতা বৈঠক হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ১০নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা ও জেলা ছাত্রলীগের সভাপতি মস্তোফা কামাল আজাদ রাসেল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাস্টারকে দলের একক প্রার্থী করা হলে নিজেরা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে রাজী আছেন বলে জানান; কিন্তু বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান তাতে রাজি হননি। এই একটিমাত্র কারণে সমঝোতার উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। এ অবস্থায় পুরুষ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদেও সমঝোতা হয়নি।
No comments:
Post a Comment