ছাতকে ব্যস্ততম সড়কে সকালবেলা ২২ লাখ টাকা ছিনতাই ॥ চিকিৎসাধীন একজন গ্রেফতার

Sunday, February 2, 2014

ছাতকে ব্যস্ততম সড়কে সকালবেলা ২২ লাখ টাকা ছিনতাই ॥ চিকিৎসাধীন ১ জন গ্রেফতার


ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকার ব্যস্ততম সড়কে প্রকাশ্য দিনেরবেলা ২২ লাখ ছিনতাই নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে কথিত ছিনতাইয়ের শিকার একজনকে। তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ২ ফেব্রুয়ারি সকাল ১০টার পরপর ছাতক শহরের পুরাতন চাল হাটা এলাকা থেকে মৌলা বকস-করিম বকস টোবাকো কোম্পানির ম্যানেজার মোশারফ হোসেন ও সহকারী ম্যানেজার পিন্টু দাস একটি কালো রঙের ব্যাগ নিয়ে পায়ে হেঁটে ডাচ বাংলা ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা দেন। তারা কাস্টমস রোড অতিক্রম করে ডাচ বাংলা ব্যাংকের সামনে পৌছলে একটি ফোরস্ট্রোক নিয়ে আগে থেকে ওৎ পেতে থাকা তিন যুবক হামলা করে পিন্টু দাসের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের দায়ের কোপে পিন্টু দাস আহত হন।

ছিনতাই হওয়া ব্যাগের মধ্যে তাদের কর্মপ্রতিষ্ঠানের ২২ লাখ টাকা ছিল বলে মোশারফ হোসেন দাবি করেছেন; কিন্তু ছিনতাইকালে তারা দুজনের মধ্যে কেউই টুশব্দটি করেননি।

আহত পিন্টু দাসকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের পীরপুর গ্রামের খোকা দাসের ছেলে। তাকে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ গ্রেফতার করেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License