আমাদের সিলেট ডটকম: দশ ট্রাক অস্ত্র মামলায় মাওলানা নিজামীর ফাঁসির দন্ডাদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে শান্তিপূর্ণভাবে চলছে। হরতাল চলাকালে নগরীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা।
সকাল ৮টার দিকে নগরীর শাহী ঈদগা এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা। সকাল সাড়ে ৮টার দিকে নগরীর খাসদবীর এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকের গ্লাস ভাংচুর করে হরতালকারীরা।
সকাল সাড়ে ৯টার দিকে দৰিণ সুরমার পলিটেকনিক রোডে পিকেটিং করে জামায়াত শিবির কর্মীরা। হরতালের কারণে সিলেট নগরীতে সব ধরনের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে, বিক্ষিপ্ত ভাবে নগরীতে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা ও সিএনজি চলাচল করছে। নগরীর মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি, নগরীতে টহল দিচ্ছে র্যাব সদস্যরা।
সিলেটে শান্তিপূর্ণভাবে চলছে জামায়াতের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল
Thursday, February 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment