ছাতকে ছিনতাই হওয়া ১৮ লাখ টাকা উদ্ধার ॥ ২ ছিনতাইকারী গ্রেফতার ॥ আটক ১ জন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ব্রিটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির ছিনতাই হওয়া প্রায় ১৮ লাখ টাকা উদ্ধার, ২ ছিনতাইকারী গ্রেফতার ও এক নারীকে পুলিশ আটক করেছে।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁওয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে টাকাসহ ছিনতাইকারী ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ওই গ্রামের চমক আলীর ছেলে সাইফুল আলম ও একই ইউনিয়নের শিমুলতলা গ্রামের আকলু মিয়ার ছেলে সালাহ উদ্দিন। তবে মূল অভিযুক্ত মুক্তিরগাঁওয়ের তছলিম মাস্টারের ছেলে ডাকাত হিসেবে চিহ্নিত মিজানকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সির নেতৃত্বে ভোরে ছিনতাইকারী সাইফুল আলমের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে ধরার পর তার স্বীকারোক্তিতে পার্শ্ববর্তী শিমুলতলা গ্রামের সালাহ উদ্দিনের বাড়ি থেকে ছিনতাই হওয়া ৯ লাখ ৫৬ হাজার ৪শ টাকা উদ্ধার এবং তাকে গ্রেফতার ও ছিনতাই কাজে ব্যবহৃত ফোরস্ট্রোক (সিলেট থ-১১-৬৪২৬) আটক করা হয়।
সালাহ উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সকাল ১১টায় মিজানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের এক বিশাল গর্তের ভিতরে আরো একটি ছোট গর্ত থেকে লুকিয়ে রাখা ছিনতাইয়ের আরো ৮ লাখ ৪১ হাজার টাকা উদ্ধারসহ মোট ১৭ লাখ ৯৭ হাজার ৪শ টাকা উদ্ধার করা হয়। পুলিশ মিজানকে না পেয়ে তার স্ত্রী দীনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
রবিবার ২ ফেব্রুয়ারি সকালে ডাচ-বাংলা ব্যাংক ছাতক শাখার সামনে থেকে ব্রিটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির সুনামগঞ্জের এজেন্ট ছাতকের মৌলা বক্স-করিম বক্সের ২২ লাখ টাকা ছিনতাই হয়।
No comments:
Post a Comment