আমাদের সিলেট ডটকম:
নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ের যুগীটিলা এলাকায় রাতের আধারে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধাওয়ায় হামলাকারীরা পিছু হটলেও ফেলে যায় ৫টি মোটর সাইকেল।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী এক বাসায় আশ্রয় নেয়া ১২ যুবককে ঘটনার ২ ঘণ্টা পর আটক করা হয়েছে।
পুলিশ গুলিবর্ষণের সত্যতা স্বীকার করলেও হামলাকারীদের পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করে। অবশ্য এলাকাবাসী বলছেন, হামলাকারীরা ছাত্রলীগের ক্যাডার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইলেকট্রিক সাপ্লাইয়ের যুগী-টিলায় গত রাত সাড়ে ১০টায় একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। মুহূমুর্হূ গুলিবর্ষণের শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা পালাতে থাকে। পালানোর সময় রায় হোসেনের সারিয়া মঞ্জিলের সামনে ৫টি মোটর সাইকেল ফেলে দিগন্ত ৫৮ নং বাসায় সন্ত্রাসীরা আশ্রয় নেয়। উত্তেজিত লোকজন দিগন্ত ৫৮ নং বাসার সামনের গ্লাস ভাংচুর করেন। একই সময়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ৫ মোটরসাইকেলও ভাংচুর করেন উত্তেজিত লোকজন। খবর পেয়ে এয়ারপোর্ট থানার ওসি আক্তার হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
রাত ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রায় হোসেনের রাস্তার পড়ে রয়েছে ৫ মোটরসাইকেল। রাত ১২টায় মোটরসাইকেলগুলো (নং, যথাক্রমে- সিলেট-ল-১১-৪৬৬৮, রাঙ্গামাটি-হ-১১-০০৫৮, সিলেট-ট-১১-১৩৭২, ও নাম্বার-বিহীন ১টি) আম্বরখানা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসেন রাব-৯ এর কর্মকর্তারা।
রাত পৌনে ১২ টায় দিগন্ত ৫৮ নং বাসা কর্ডন করে রাব ও পুলিশ। পরে এ বাসায় নীচ তলার একটি কক্ষ থেকে ১২ যুবককে আটক করে কড়া প্রহরায় এয়ারপোর্ট থানায় নিয়ে যায় পুলিশ। এ বাসার মালিক আলম হোসেন। তিনি মহানগর যুবলীগের অর্থ সম্পাদক।
স্থানীয় লোকজন জানান, যুগী টিলার ভূমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এখানে কয়েকটি পরিবার বসবাস করছে। এদের বাসা লক্ষ্য করেই এলোপাতাড়ি গুলি বর্ষণ করা হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
যুগীটিলার মালিক দাবীদার শ্রমিক লীগ নেতা জুবের খান জানান, তার ভাড়াটিয়াদের উপর গুলিবর্ষণ করা হয়েছে। এটি পরিকল্পিত ঘটনা। ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে না আসলে সন্ত্রাসীরা তার বসত ভিটায়ও হামলা করতো। তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, এরা ছাত্রলীগ দর্শন দেউড়ী গ্রুপের ক্যাডার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় লোকজন জানান, রাতের আঁধারে এমন ঘটনায় তারা উদ্বিগ্ন। তারা পুলিশের ভূমিকাকে রহস্যজনক বলেও মনে করেন।
এয়ারপোর্ট থানার ওসি আক্তার হোসেন বলেন, যুগীটিলার ভূমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। গুলি বর্ষণও হয়েছে বলে স্বীকার করেন ওসি। তবে গুলি কে করেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান। ওসি বলেন, আটক যুবকরা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বলে তিনি শুনেছেন। রাত ১টায় এ-রিপোর্ট লেখা পর্যন্ত ইলেকট্রিক সাপ্লাই এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল। ওসি জানান, যুগীটিলার ভূমি নিয়ে জুবের খান ও আব্দুল আউয়ালের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
রাতের আঁধারে গুলি বর্ষণ নগরীর যুগী টিলায় ১২ ছাত্রলীগ ক্যাডার আটক
Friday, February 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment