অর্থমন্ত্রী ঢাকা চলে গেলেই উন্নয়ন কাজে প্রশাসনের সহযোগিতা বন্ধ হয়ে যায় : মেয়র আরিফ

Sunday, February 2, 2014

অর্থমন্ত্রী ঢাকা চলে গেলেই উন্নয়ন কাজে প্রশাসনের সহযোগিতা বন্ধ হয়ে যায় : আরিফ


altসিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মহানগরবাসীর একজন সেবক হিসেবে কাজ করছি। কাউন্সিলরদের সার্বিক সহযোগিতায় মহানগরীতে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এতে কেউ বাধা দিলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।

শনিবার ১ ফ্রেব্রুয়ারি রাতে মহানগরীর বড়বাজার এলাকায় বড়বাজার সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে এলাকার সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ এবং জাহানারা খানম মিলনকেও সংবর্ধনা দেয়া হয়।

মেয়র মহানগরীর উন্নয়নে সার্বিক সহযোগিতা করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচিত হয়েই মহানগরীর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে ছুটে গিয়েছিলাম। তিনি আমাকে সহযোগিতার আশ্বাস দেন। এরপর থেকে তিনি সিলেট এলে সহযোগিতা করে প্রশাসন; কিন্তু চলে গেলে অদৃশ্য শক্তির ইশারায় সহযোগিতা বন্ধ হয়ে যায়।

মহানগরীর ফুটপাত নিয়ে ফায়দা হাসিলকারীদেরকে তিনি ছিনতাইকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী উল্লেখ করে এই চক্রকে এদের প্রতিহত করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License