রহস্যঘেরা সেই জীপ দুটির আরোহীরা আত্মসমর্পণ করলেন নিম্ন আদালতে : জেল হাজতে প্রেরণ

Wednesday, December 18, 2013

আমাদের সিলেট ডটকম:

ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা সেই রহস্যঘেরা জীপ দুটির ৩ আরোহী অবশেষে আত্মসমর্পণ করলেন সিলেটের আদালতে। উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বৃহষ্পতিবার সিলেটের চীফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্ম সমর্পণ করেন তারা। এ সময় তাদের স্থায়ী জামিন প্রার্থনা করলেও আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

গত ৩১ অক্টোবর বৃহষ্পতিবার সকালে বিয়ানীবাজার সুতারকান্দি স’ল বন্দর দিয়ে দুটি জীপ নিয়ে বাংলাদেশী বংশোদ্ভুত ৩ বৃটিশ নাগরিক ঢুকে পড়েন। এরপর তার কর্তৃপক্ষকে কোন তথ্য না দিয়েই জীপ দুটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় সিলেট জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এরপর রাতেই নগরীর কুমারপাড়াস’ জালালাবাদ অটোকেয়ার নামের একটি ওয়ার্কশপ থেকে উদ্ধার করা হয় অন্য জীপটি। এর দুদিন পর নগরীর শাহজালাল উপশহর ও কুমারপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মিতশুবিশি শগুন মডেলের বিলাসবহুল জীপ দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুল্ক ফাঁকির অভিযোগে কোতয়ালী থানার এসআই ইমরোজ তারেক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ইত্যবসরে পুলিশ ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে জীপ দুটির ৩ আরোহীকে সনাক্ত করতে সক্ষম হয় ও তাদের গ্রেফতারে অভিযানে নামে। কিন্তু ঢাকায় হাইকোর্ট থেকে তারা ৩ জনই অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে আবারো আত্মগোপনে চলে যান।

গতকাল বুধবার আসামীরা সিলেটের চীফ জুডিশিয়াল শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। আদালতে আসামীরা নিজেদের বৃটিশ নাগরিক হিসেবে পরিচয় প্রদান করেন ও স’ায়ী ঠিকানা হিসেবে বিলেতের ঠিকানা প্রদান করেন। আত্মসমর্পনকারীরা হলেন- কাবুল মিয়া, পিতা- হাজী আব্দুল বাকি, পাসপোর্ট নং- জিবিআর ৪৫৪৭৯৩৩৫৬, স’ায়ী ঠিকানা- এলডি ৬, এসইএল, ইউকে, মো. অন্তর আলী, পিতা-মৃত মজম্মিল আলী, পাসপোর্ট নং-জিবিআর ৬৫২৪৪১৪৮৭, ঠিকানা- সিআর ২৭ এটি, ইউকে এবং মো. আছকর উদ্দিন, পিতা-মৃত হাবিবুর রহমান, পাসপোর্ট নম্বর- জিবিআর ৫০৮৮৯৮৫৫৮, ঠিকানা- জি ইউ ১৪৮ এলজেড, ইউকে।

আত্মসমর্পনকারীরা জামিন চাইলে বিচারক আবু সৈয়দ দিলদার হোসেন তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License