অবরোধের কারণে আখ সংকটে ঠাকুরগাঁও চিনিকলে উৎপাদন বন্ধ হয়ে গেছে
মোকাদ্দেস হায়াত মিলন, ঠাকুরগাঁও : ১৮ দলের দফায় দফায় অবরোধে ঠাকুরগাঁও চিনিকলে আখ সংকটের কারণে উৎপাদন বন্ধ রয়েছে।
মিল কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, এভাবে বন্ধ হয়ে যাওয়ায় এবার চিনির উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশংকা করা হচ্ছে।
১৭ ডিসেম্বর সকাল ৮টায় আখ সংকটের কারণে ঠাকুরগাঁও চিনিকল বন্ধ করে দেওয়া হয়।
ঠাকুরগাঁও চিনিকল সূত্র জানান, অবরোধের কারণে মিল গেটে আখ বোঝাই কোন ট্রাক প্রবেশ করতে পারছে না। আখের যা মজুদ ছিল তা দিয়ে উৎপাদন চালিয়ে যাওয়া হচ্ছিল: কিন্তু আর কোন মজুদ নেই। সরবরাহও বন্ধ রয়েছে।
এ প্রসঙ্গে আখ চাষী শামসুল ইসলাম বলেন, অবরোধের কারণে আমরা আখ বিক্রি করতে পারছি না। এতে অনেক কৃষক হতাশ হয়ে পড়েছেন।
ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ জানান, অবরোধের কারণে আখ নিয়ে কোন গাড়ি মিলে আসতে পারছে না। তাই সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে। আখ আসতে শুরু করলে পুনরায় উৎপাদন শুরু হবে।
চলতি উৎপাদন মৌসুমে ঠাকুরগাঁও চিনিকলে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
No comments:
Post a Comment