বানিয়াচং বড়বাজার থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিযাচং বড়বাজার থেকে পুলিশ দুটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
১৭ ডিসেম্বর সকালে শহীদ মিনার সংলগ্ন সাদিয়া স্টোরের পিছনের সরু গলি থেকে বানিয়াচং থানার এসআই ধর্মজিৎ সিনহা বোমা দুটি উদ্ধার করেন।
এলাকার একদল যুবক ব্যাডমিন্টন খেলার জন্য বৈদ্যুতিক তার টানাতে গিয়ে বোমা দুটি দেখতে পেয়ে সাদিয়া স্টোরের মালিক ও কমিউনিস্ট পার্টির নেতা আতাউর রহমানকে অবগত করেন।
পরে আতাউর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে এলে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বোমা উদ্ধারস্থলের পাশেই বানিয়াচং প্রেসক্লাব কার্যালয় থাকায় ধারণা করা হচ্ছে, প্রেসক্লাবে নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ওইস্থানে বোমা ফেলে রেখেছিল।
প্রেসক্লাবের নিকটবর্তী স্থানে বোমা রাখার ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মো. আঙ্গুর মিয়া, সভাপতি মোশাররফ হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খানসহ সাংবাদিকবৃন্দ।
১৩ ডিসেম্বর দিবাগত রাতে একদল দুর্বৃত্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার কার্যালয়ের জানালার কাঁচ ভেঙ্গে পেট্রোল বোমা ছুঁড়ে। এতে প্রাণী সম্পদ অফিসের মূল্যবান কাগজপত্র ও টেলিফোনসহ আসবাবপত্র পুড়ে যায়।
No comments:
Post a Comment