সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবের বিশ্বনাথে গণসংযোগ

Saturday, December 21, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেট ২ আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুহিবুর রহমান বলেছেন, ব্যবসায়ীদের সমস্যা নিরসনে উন্নয়ন করা হবে। বিশ্বনাথপুরান ও নতুনবাজারের সকল সমস্যা সমাধানে কাজ করব। এতে কোন অবহেলা করা হবে না।

শনিবার বিশ্বনাথ উপজেলা সদরের পুরানবাজারে সকালে ‘আনারস মার্কায়’ ভোট দেয়ার আহবান জানিয়ে গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন প্রবীণ মুরব্বী আব্দুল আলী, মিহির চন্দ্র দেব, আছাবউদ্দিন, সৈয়দ লোকমান আলী, ফয়জুল ইসলাম, জয়নাল আবেদীন, আব্দুল কাদির মেম্বার, শাহ আব্দুর রব, আক্তার হোসেন, কমরউদ্দিন, লিয়াকত আলী, খলিল আহমদ, মুহিবুর রহমান, আফরোজ আলী, সুনাফর আলী, কামালউদ্দিন, নিজামউদ্দিন, সাদেক মিয়া, নুর্বল হক, লায়েছ আহমদ, খলকু মিয়া, শাহজাহান মিয়া, রইছ আলী। এদিকে মুহিবুর রহমান বিকেলে বিশ্বনাথের কালিগঞ্জবাজার ও হাবড়াবাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License