সিলেটে ব্যবসায়ীদের সাদা পতাকা হাতে নিয়ে মানববন্ধনে বক্তারা – রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ উপায়ে সমঝোতায় আসার আহবান ব্যবসায়ীদের

Sunday, December 15, 2013

বিরাজমান সহিংসতা ছেড়ে সকল রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ উপায়ে সমঝোতায় আসার আহবান জানিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। না হলে ব্যবসায়ীরা রাস্তায় নেমে কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ার করেছেন তারা। রোববার দুপুরে জেল রোডস্থ দি সিলেট চেম্বার অব কমার্স ভবনের সামনে আয়োজিত সাদা পতাকা হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের অবকাঠোমো ধ্বংস ও মানুষ হত্যার প্রতিবাদে এবং শান্তির দাবিতে ব্যবসায়ীদের সাদা পতাকার প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে এফবিসিসিআই এর বর্তমান পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ বলেন,ব্যবসায়ীরা শান্তি চায়। দুই নেত্রীকে সমঝোতায় আসতে হবে। অসুস’ রাজনীতির বলি নিরীহ মানুষকে করবেন না। অচিরেই রাজনৈতিকভাবে এর সমাধান করা না হলে ব্যবসায়ীরা আরো কঠোর কর্মসূচি দেবেন। তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক অচল অবস্থায় ক্ষতিগ্রস্থ কোন ব্যবসায়ীকে যাতে ঋন খেলাপী চিহিৃত না করা হয় সে জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহবান জানান।

মানবন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন,শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের কারণে জিডিপি’র হার কমে যাচ্ছে যার করণে দেশ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। বর্তমানে পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার রপ্তানীবানিজ্য হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে। যার কারণে ব্যাংক ঋণের সুদ, ভ্যাট, ইনকাম ট্যাক্স ইত্যাদি মওকুফ করার দাবি জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে উপসি’ত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী, আবু তাহের মোঃ শোয়েব, পিন্টু চক্রবর্তী, মোঃ ওয়াহিদুজ্জামান ভূট্টো, মাসুদ আহমদ চৌধুরী, শফিক আহমদ বখত, মোঃ সাহিদুর রহমান, আবু বকর হিরন, কুদরতউল্লাহ্‌ ফাহের, বাংলাদেশ কম্পিউটার সমিতি, সিলেট এর সভাপতি এনামুল কুদ্দুছ চৌধুরী, সেক্রেটারী জয়নুল আকতার চৌধুরী, সিলেট সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশন এর সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী দুলু, সিটি হোটেল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি খলিলুর রহমান মাসুম, করিমউল্লাহ মার্কেট এর সভাপতি আব্দুল কাইয়ুম, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ এর সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রচার সম্পাদক রাজু চক্রবর্তী, সিলেট মোটর পার্টস ব্যবসায়ী এসোসিয়েশন এর সভাপতি এহতেশামুল হক চৌধুরী, জালালাবাদ ভেজিটেবল এক্সপোর্টার্স গ্রুপ এর সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর আহমদ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপ এর সেক্রেটারী মুজিবুর রহমান মিন্টু, প্ল্যানেট আরাফ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মুশফিকুস সামাদ চৌধুরী, সিলেট ব্যবসায়ী পরিষদের সেক্রেটারী আলিমুল এহসান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম আশরাফ উদ্দিন, হানিফ মোহাম্মদ, মুরাদ আহমদ, মছর আহমদ, মুকির হোসেন চৌধুরী, মোঃ শেখ কাওছারুল হাসান প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License