বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোন পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। ইইউ হাই রিপ্রেজেনটেটিভ ক্যাথরিন অ্যাস্টনের মুখপাত্র গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, হাই রিপ্রেজেনটেটিভ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে, সমপ্রতি জাতিসংঘের উদ্যোগসহ বেশ কয়েক দফা প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো সেখানে অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। এতে আরও বলা হয়েছে, হাই রিপ্রেজেনটেটিভ সব পক্ষকে সহিংসতা পরিহার করে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতিতে বলা হয়েছে, হাই রিপ্রেজেনটেটিভ আপাতত নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সব ধরনের প্রস্তুতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি হলে ইইউ পর্যবেক্ষণ পাঠাতে প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য গত নির্বাচনে ২০০ পর্যবেক্ষক পাঠিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত জানানোর পর কমনওয়েলথ ও সার্কের নির্বাচন পর্যবেক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এ পর্যন্ত ভারতের নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে কিছু জানা যায়নি।
বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ না থাকায় পর্যবেক্ষক পাঠাবে না ইইউ
Friday, December 20, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment