বিয়ানীবাজারে হামলায় আওয়ামী লীগ নেতা আহত ॥ অভিযোগ জামাত-শিবিরের বিরুদ্ধে
এ টি এম তুরাব, বিয়ানীবাজার : সিলেটের বিয়ানীবাজারে চোরাগোপ্তা হামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা ওহিদুর রেজা মাসুম আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে; কিন্তু রাত ১০টায় এ খবর পাঠানো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি।
পুলিশ জানায়, শনিবার ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় বিয়ানীবাজার পোস্ট অফিসের টিলা দিয়ে কলেজ রোডে পায়ে হেঁটে যাওয়ার সময় মুখোশধারী একদল সন্ত্রাসী ওহিদুর রেজা মাসুমের উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাটিতে ফেলে রেখে সটকে পড়ে।
আশেপাশের লোকজন ওহিদুর রেজা মাসুমকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার সদর হাসপাতালে নিয়ে যান; কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট পাঠিয়ে দেয়া হয়। রাতে তার শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান জানান, জামাত-শিবির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ওহিদুর রেজা মাসুমের উপর হামলা চালিয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেলওয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীরা মুখোশ পরিহিত ছিল। তাদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি মুফাচ্ছির আহমদ ফয়েজী জানান, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির আওয়ামী লীগ নেতা ওহিদুর রেজা মাসুমের উপর হামলার ঘটনায় জড়িত নয়।
No comments:
Post a Comment