আমাদের সিলেট ডটকম:
সারা দেশে কোটি মানুষের কণ্ঠের সাথেও কণ্ঠ মিলিয়ে জাতীয় সঙ্গীতে অংশ নিলেন সিলেটবাসীও।
মহান বিজয় দিবসে আজ সোমবার বিকেল ৪টা ৩১ মিনিটে এই আয়োজন ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি থেকে ভেসে আসে জাতীয় সঙ্গীতের সুর। সেই সুরে কণ্ঠ মেলান শহীদ মিনারের ভেতর ও বাইরের প্রজন্ম চত্বরের রাস্তায় দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ। জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। জাতীয় সঙ্গীত গাওয়ার রেকর্ড গড়তে বিশ্বের কোটি বাঙালির সাথে সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিল মানুষের।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে নানা শ্রেণী ও পেশার লোক আসতে থাকেন শহীদ মিনারে। বিকেল ৪টা ৩১ মিনিটের মাহেন্দ্রক্ষণের অপেক্ষা যেন কাটছিল না। এর মধ্যে শহীদ মিনারে চলতে থাকে ‘জয় বাংলা’, ‘বীর বাঙালি অস্ত্র ধর- বাংলাদেশ স্বাধীন কর’, ‘তোমার আমার ঠিকানা- পদ্মা মেঘনা যমুনা’, ‘তুমি কে- আমি কে, বাঙালি-বাঙালি’ শ্লোগান।
বিকেল ৪টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর গণজাগরণ মঞ্চ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জাগরণের গান পরিবেশন করে।
জাতীয় সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিল গণজাগরণ মঞ্চ, সেক্টর কমান্ডার ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ।
কোটি মানুষের কণ্ঠে জাতীয় সঙ্গীতে সামিল হলেন সিলেটবাসীও
Monday, December 16, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment