দেশ বাঁচাতে মুক্তিযুদ্ধাকালীন ঐক্যের মতো ঐক্য চাই : মৌলবীবাজারে পংকজ ভট্টাচার্য
ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য্য বলেছেন, দেশে ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সাংবিধানিক ধারা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই নির্বাচনের বিকল্প নেই।
তিনি আরো বলেছেন, ১৯৭১ সালে জাতীয় ও আন্তর্জাতিকভাবে যারা পরাজিত হয়েছিল তারা আবার মাথাচারা দিয়ে উঠেছে। যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামী জ্বালাও-পোড়াও, রেললাইন উৎপাটন এবং সংখ্যালঘু-আদিবাসী বসতি ও মন্দির-প্যাগোডায় হামলাসহ নাশকতার মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কলংকিত করছে।
পংকজ ভট্টাচার্য বলেন, এসব জঙ্গী ও ধর্মান্ধ অপশক্তিকে বিভিন্ন বিদেশী সংস্থা মদদ যোগাচ্ছে। এই অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধকালীন ঐক্যের মতো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার ২০ ডিসেম্বর মৌলভীবাজার শহরের জুলিয়া ম্যানশনের কনফারেন্স হলে সিলেট বিভাগীয় ঐক্য ন্যাপ কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মৌলভীবাজার জেলা ঐক্য ন্যাপের সভাপতি অ্যাডভোকেট ফণীন্দ্র ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও অধ্যপক হিরন্ময় দেবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদ উল্লাহ তারেক, সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট এসএমএ সবুর, নাছিরুল ইসলাম জুয়েল ও অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ঐক্য ন্যাপের সহ সভাপতি অধ্যপক সৈয়দ মুজিবুর রহমান, সিলেট জেলা কমিটির সভাপতি সুবল চন্দ্র পাল, সহ সভাপতি সুকেশ চন্দ্র দেব, ইয়াওর বক্ত চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, সিলেট মহানগর সদস্য সচিব কুমার গণেষ পাল, সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দ্বীপন, জেলা যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক উদয়ন দাস পুরকায়স্থ, মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি ডা. গোপেশ চন্দ্র দাস, অধ্যপক দেবতোষ সিংহ, আব্দুস সালাম, নিহারেন্দু হোম চৌধুরী সজল, আব্দুন নূর, রূপক গোস্বামী প্রমুখ।
No comments:
Post a Comment