শাবিপ্রবির ২ শিক্ষার্থী হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ॥ এখনো পলাতক ২ জন

Thursday, December 19, 2013

শাবিপ্রবির ২ শিক্ষার্থী হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ॥ এখনো পলাতক ২ জন


নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২ শিক্ষার্থী হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুরে সিলেট বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে হাজির ছিল ৭ আসামি। অন্য ২ জন পলাতক রয়েছে।

২০১১ সালের ১৬ ডিসেম্বর পার্শ্ববর্তী চেঙ্গেরখাল নদীতে নৌকা ভ্রমণ করতে যায় শাবিপ্রবি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপংকর ঘোষ অনিক ও খায়রুল কবিরসহ কয়েকজন শিক্ষার্থী। এ সময় বাদাঘাট এলাকার ১০/১২ জন যুবক তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে খায়রুল কবির ও দীপংকর ঘোষ অনিক পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় শাবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাদি হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে এলাকাবাসী কয়েকজন আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এছাড়া, কয়েকজন আসামি সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আত্মসমর্পণ করে।

এ ঘটনায় গত বছরের ১৫ জুন ৯ জনকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট দেয়। একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License