কাদের মোল্লার ফাঁসিতে পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাবের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাব গ্রহণ এবং পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রীর আপত্তিকর প্রতিক্রিয়ার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বেলা আড়াইটায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মির্জা জামাল পাশা, জেলা জাসদ সভাপতি কলন্দর আলী, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, সুশাসনের জন্যে নাগরিক-সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সভাপতি অনুপ দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু প্রমুখ।
মানববন্ধন থেকে ১৯৭১ সালের গণহত্যাসহ সকল অপকর্ম এবং বর্তমান ভূমিকার জন্যে বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এছাড়া বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
No comments:
Post a Comment