বেলা সাড়ে ১২টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাহিন (১৫) নগরীর উপশহর নিউমার্কেট এলাকার রাজিব আহমেদের ছেলে। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। জরুরি অপারেশন শেষে সে হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এদিকে আহত মাহিনের মা মর্জিনা বেগম জানান, দুপুর সোয়া ১২টার দিকে শিশু মাহিন খেলতে খেলতে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে পড়ে। এ সময় কার্যালয়ের সিঁড়ির নিচে রাখা মটরসাইকেলে একটি ব্যাগের মধ্যে রক্ষিত বোমাকে বল মনে করে সেটা নিয়ে খেলতে যায়।
এরই এক পর্যায়ে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে মাহিন মারাত্মক আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া বিষয়টি তদন্তাধীন।
No comments:
Post a Comment