বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানের ধৃষ্টতার প্রতিবাদ জানিয়েছে সিলেট আ. লীগ

Thursday, December 19, 2013

বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানের ধৃষ্টতার প্রতিবাদ জানিয়েছে সিলেট আ. লীগ


altনিজস্ব প্রতিবেদক : একাত্তরে মিরপুরের কসাইখ্যাত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর সংক্রান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের ন্যাশনাল এসেম্বলিতে নিন্দা ও শোকপ্রস্তাব গ্রহণে সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর দালাল, রাজাকার, আল-বদর ও আল-শামসরা বাংলাদেশে গণহত্যা ও বাংলাদেশের সাধারণ নিরীহ নর-নারী-শিশুর উপর অকথ্য নির্যাতন চালায়। পাক বাহিনীর এদেশীয় দোসরদের নেতৃত্বে ছিল জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের (বর্তমান ছাত্র শিবির) নেতাকর্মীরা। তারা গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ, শহীদ পরিবার ও নতুন প্রজন্ম দীর্ঘদিন থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জানিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতেই বর্তমান সরকার জনপ্রত্যাশা ও তার নির্বাচন অঙ্গীকার বাস্তবায়নে মানবতাবিরোধী অপকর্মের জন্যে যুদ্ধাপরাধীদের বিচার করছে। এরই ধারাবাহিকতায় কাদের মোল্লার সাজা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License