ষোলই ডিসেম্বর : বাঙালির সর্বকালের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধের বিজয়ের দিন
নিজস্ব প্রতিবেদক : ষোলই ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির সর্বকালের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের গর্বিত বিজয়ের দিন। এ দিনটি এবার যুদ্ধাপরাধীর ফাঁসির মধ্য দিয়ে কলংকমুক্তির পথে অগ্রযাত্রার নতুন বার্তা নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছে।
এই মহান দিনটি সারাদেশে উদযাপন করা হচ্ছে বর্ণিল আয়োজনে, বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং নতুন শপথে। বিশ্বের যেখানে বাঙালির বসবাস সেখানেই বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সিলেটে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। সবার মুখে প্রত্যয়দৃপ্ত স্লোগান আর বুকে অমিত তেজ। হাতে ফুলের ডালি। এক এক করে সবাই সেই শ্রদ্ধাঞ্জলি বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করেন।
প্রথা অনুযায়ী সিলেটে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শহীদ মিনার বাস্তাবয়ন পরিষদ। এরপর ক্রমানুসারে মুক্তিযোদ্ধা সংসদ, সিটি মেয়র, সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় উপাচার্য, শিক্ষাবোর্ড চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি অব পুলিশ, জেলা প্রশাসক, আরআরএফ কামন্ড্যান্ট, পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ছাত্র, যুব, শ্রমিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, নারী ও শিশু সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া ভোরে তোপধ্বনি, সকালে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, কারাগার ও হাসপাতালে উন্নতমানের খাবার সরবরাহ, বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে পুরো জেলা উৎসবে মেতে উঠেছে।
No comments:
Post a Comment