মহান বিজয় দিবসে লালসবুজের বিশ্ব জয় ॥ আরেকটি বিজয়ের অঙ্গীকার বাঙালি জাতির

Monday, December 16, 2013

মহান বিজয় দিবসে লালসবুজের বিশ্ব জয় ॥ আরেকটি বিজয়ের অঙ্গীকার বাঙালি জাতির


altনিজস্ব প্রতিবেদক : সবচেয়ে বড় লালসবুজের মানবপতাকা তৈরি করে বাঙালি জাতি বিশ্ব জয়ের মধ্য দিয়ে এবারের বিজয় দিবস উদযাপন করলো। এই মহান দিনে নতুন করে শপথ নিলো, মানবতাবিরোধী সকল অপরাধীর বিচার নিশ্চিত ও সাজা কার্যকরের মধ্য দিয়ে জাতির কলংকমুক্তির। একই সঙ্গে অঙ্গীকার ঘোষণা করলো, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে কাঙ্ক্ষিত স্বদেশ প্রতিষ্ঠা করবেই।

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে জাতি যুদ্ধাপরাধীদের সাজা কার্যকরের সূচনা করলো। বিজয় দিবসে রাজধানীতে ২৭ হাজার ১শ ১৭টি উচ্ছ্বল প্রাণ মিলে তৈরি করলো বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা। একই সাথে দরদভরা কোটি কণ্ঠ উচ্চারণ করলো, 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'। সমগ্র বিশ্ববাসী অবাক বিস্ময়ে আবারো দেখলো, এ জাতি 'জ্বলে পুড়ে মরে চারখার তবু মাথা নোয়াবার নয়'।

সিলেটে গণজাগরণ মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সম্মিলক কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেল ৪টা ৩১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে অযুত কণ্ঠে উচ্চারিত হতে শুরু করে প্রাণের গানটি। প্রত্যেকের ডানহাত তখন বুকের বামপাশে আলতো করে ছুঁয়ে আছে। হৃদয়জুড়ে গভীর আবেগ। চোখজুড়ে সবুজ-শ্যামলিমা। কি এক আনন্দ অনুভূতি সবার মাঝে কাজ করছিল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License